ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইসিসির নিয়মই বদলে ফেলল বিসিবি!

আইসিসির নিয়মই বদলে ফেলল বিসিবি!

চলমান বিপিএলের পিছু ছাড়ছে না বিতর্ক। বিশেষ করে ডিআরএস না থাকায় প্রতি ম্যাচে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। আসরটা হতে পারে ঘরোয়া, কিন্তু মানা হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম। বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডই অনুসরণ করে আসছে। বিকল্প হিসেবে বিসিবির রাখা এডিআরএস তৈরি করছে আরও ধোঁয়াশা। আগের দিন এলবিডাব্লিউর অদ্ভুত নিয়মের কথা জানাল বিসিবি, যা জেনে বিস্মিত ক্রিকেটাররাও। শনিবার ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে জাকের আলি অনিকের আউট নিয়ে সমালোচনার মধ্যে বিসিবি এডিআরএস নিয়ে জানাল বিস্ময়কর ব্যাখ্যা। রান তাড়ায় ম্যাচের গুরুত্বপূর্ণ ধাপে ব্যাট করছিলেন জাকের, তাকে দেয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় বিতর্ক।

ইফতেখার আহমেদের অ্যারাউন্ড দ্য উইকেটে করা বলে তাকে মাঠের আম্পায়ার এলবিডব্লিউর আউট দিলে তিনি রিভিউতে যান। টিভি রিপ্লেতে দেখা যায়, বলের প্রায় পুরোটাই পিচ করেছে লেগ স্টাম্পের বাইরে। বড় পর্দায় দেখার পর জাকের বেঁচে যাওয়ার স্বস্তি পেয়েছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার তানভির আহমেদ, হতভম্ব হয়ে মাঠ ছাড়েন জাকের। ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনও এই সিদ্ধান্তে চরম হতাশার কথা জানান।তবে আইসিসির নিয়ম অনুযায়ী, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হয়। জাকেরের আউটের বেলায় বলের ৯৯ শতাংশই লেগ স্টাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনভাবেই আউট হন না জাকের। তবে এই বিতর্কের মধ্যে নতুন ব্যাখ্যা দিয়েছে বিসিবি। প্রায় মাঝরাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের যে কোনো হালকা অংশও পিচিং জোনে থাকলে তা পিচড ইন লাইন হিসেবে গণ্য করা হবে। টিভি আম্পায়ার এই নিয়মের কারণে মাঠের আম্পায়ারের দেয়া জাকের আলির আউট বহাল রাখেন। এক্ষেত্রে মাঠের আম্পায়ার নট আউট দিলেও সিদ্ধান্ত বদলে আউট হয়ে যেত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত