ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিটির হারের রাতে বিধ্বস্ত লিভারপুল

সিটির হারের রাতে বিধ্বস্ত লিভারপুল

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে ম্যান সিটিকে ২-১ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ব্রুনো ফার্নান্দেসের সমতাসূচক গোলটি নিয়ে ভিএআর প্রযুক্তির বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ইউনাইটেডের জয় নিয়ে প্রশ্ন থেকেই গেছে। দিনের আরেক ম্যাচে ব্রাইটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। রোববার প্রিমিয়ার লিগের পুরোটা দিনই ছিল নাটকীয়তায় ভরা। এভারটন বস ফ্রাংক ল্যাম্পার্ড আরো একবার চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। তার দল রেলিগেশন প্রতিদ্বন্দ্বী সাউদাম্পটনের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে।

ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের দ্বিতীয় ম্যানচেস্টার ডার্বিতে ১২ মিনিট বাকি থাকতে ইউনাইটেডে জ্যাক গ্রিলিশের ৬০ মিনিটের হেডের গোলে পিছিয়ে ছিল। কিন্তু পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেসের সমতাসূচক গোলের পর মার্কো রাশফোর্ডের ৮২ মিনিটের গোলে শেষ পর্যন্ত ইউনাইটেডের জয় নিশ্চিত হয়। ফার্নান্দেসের গোলটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। কাসেমিরোর পাস থেকে ফার্নান্দেসের কাছে বল যাওয়ার আগে রাশফোর্ড নিশ্চিত অফসাইড পজিশনে ছিলেন। সিটিজেনরা সহকারী রেফারির পতাকা উঠানো দেখে গোল থামানোর চেষ্টা করেনি। রাশফোর্ড বলটি স্পর্শ করেননি, ভিএআর জানিয়েছে তার জন্য ম্যাচে কোনো প্রভাব পড়েনি। সিটি জোরালো দাবি জানায়- রাশফোর্ডের কারণে গোলরক্ষক এডারসনসহ ডিফেন্ডাররা বাধাগ্রস্ত হয়েছে। সিটি ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘প্রথম গোলটি সম্পূর্ণ হাস্যকর ছিল, কেন যে এটাকে বাতিল করা হলো না তা কারোরই বোধগম্য নয়। রাশফোর্ড অফসাইড পজিশনে ছিল। বল স্পর্শ না করলেও তার কারণে আমরা বাধাগ্রস্ত হয়েছি।’ সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, রাশফোর্ডের অফসাইড নিয়ে কোনো সন্দেহ নেই। এ সম্পর্কে তিনি বলেন, সিদ্ধান্ত রেফারির ও ভিএআর’র। কিন্তু আমার ডিফেন্ডাররা রাশফোর্ডের জন্য লাইন তৈরি করেছিল। তারা যদি জানত এখানে ফার্নান্দেস আছে, তাহলে ওই লাইন তৈরি করত না। আমরা যথাযথভাবেই অফসাইডের লাইন তৈরি করেছিলাম। এই জয়ে ইউনাইটেড দ্বিতীয় স্থানে থাকা সিটির তুলনায় মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটা ইউনাইটেডের টানা নবম জয়। ম্যান ইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘সমর্থকরা হয়তোবা শিরোপার স্বপ্ন দেখছে, আমরা না।

ম্যান ইউ ২ : ১ ম্যান সিটি

ব্রাইটন ৩ : ০ লিভারপুল

এভারটন ১ : ২ সাউদাম্পটন

নটিংহ্যাম ২ : ০ লেস্টার সিটি

উলভারহ্যাম্পটন ১ : ০ ওয়েস্টহ্যাম

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত