ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিয়ালকে গুঁড়িয়ে জাভির প্রথম শিরোপা

রিয়াল মাদ্রিদ ১:৩ বার্সেলোনা
রিয়ালকে গুঁড়িয়ে জাভির প্রথম শিরোপা

জাভি হার্নান্দেজের অধীনে বার্সেলোনা এখনো আগের শৌর্যে ফিরতে পারেনি। তবে তার তারুণ্যনির্ভর দল বরাবরই এল-ক্লাসিকোতে নজর কেড়েছে। জাভি-যুগের চতুর্থ এল-ক্লাসিকোতে এ নিয়ে তৃতীয় জয় পেল বার্সা। ৩-১ গোলের আয়েশি জয়ে জাভি-যুগের প্রথম শিরোপার দেখাও পেল কাতালান ক্লাবটি।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল পেরোতে দুই দলকেই টাইব্রেকারে যেতে হয়েছে। হাড্ডাহাড্ডি দুই সেমিফাইনাল ম্যাচের পর একই রকম লড়াই আশা করছিল রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। কিন্তু ফাইনালে একদমই বিবর্ণরূপে হাজির স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, যার সুবিধা পুরোপুরি লুফে নেয় পেদ্রি-গাভির তরুণ বার্সা। দুর্দান্ত জয়ে বার্সেলোনা যেমন মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে, তেমনি দলটির কোচ জাভি হার্নান্দেজও বার্সার কোচ হিসেবে পেয়েছেন প্রথম শিরোপার স্বাদ। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর প্রথম কোনো শিরোপা জিতল বার্সেলোনা। এমন অর্জনের পর স্বাভাবিকভাবে আবেগে ভাসছেন জাভি, ফাইনাল শেষে বলেন, ‘সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। ছেলেরা নিজেরাই মুক্তির পথ খুঁজে নিয়েছে। আমরা আর থামতে চাই না। এটা মৌসুমের প্রথম শিরোপা, তবে শেষ নয়।’ এখনই তৃপ্তিতে ঢেকুর তুলতে চান না জাভি। বার্সার ফুটবলার হিসেবে ২৭টি শিরোপা জেতা জাভি কোচের কোচ হিসেবেও চাইছেন অনেক সাফল্যে।

ওদিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর রিয়াল মাদ্রিদ কোচ মনে করিয়ে দিলেন লা লিগায় দুই দলের ম্যাচের কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল জমেনি খুব একটা। বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল। এরকম ফাইনালে নাস্তানাবুদ হয়ে ৩-১ গোলের হার অপমানজনক কি না, এমন প্রশ্নও ম্যাচ শেষে ছুটে গেল রিয়াল কোচের কাছে। কার্লো আনচেলত্তি অবশ্য খুব গভীরে না গিয়ে একটি বাজে ম্যাচ হিসেবেই দেখছেন এটিকে। তিনি মনে করিয়ে দিলেন, লা লিগার ম্যাচে বার্সেলোনাকে এই ব্যবধানেই হারিয়েছিল রিয়াল। গত ১৬ অক্টোবর লা লিগায় দুই দলের লড়াইয়ে রিয়াল জিতেছিল ৩-১ গোলে। সুপার কাপের ফাইনালে রোববার রাতে রিয়াদে সেই ফল উল্টে দেয় বার্সা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত