জুনে ঢাকায় আসছে আর্জেন্টিনা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০১১ সালে মেসির আর্জেন্টিনাকে আনার ঘোষণা দেয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনকে ‘পাগল’ পর্যন্ত বলতে ছাড়েননি নিন্দুকেরা। ঘোষণা দেয়ার মাস তিনেক পর মেসি, ডি মারিয়া, রোমেরো, ওতামেন্দিরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামলে সেই নিন্দুকেরা বলতে থাকেন, এতো টাকা খরচ করে আর্জেন্টিনাকে আনার দরকার কী? ১১ বছর পর আর্জেন্টিনাকে আবার বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে বাফুফে। সেই আর্জেন্টিনার সঙ্গে এই আর্জেন্টিনার পার্থক্য হলো, মেসিরা মাত্র কয়েকদিন আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল গণমাধ্যমে বলেন, আগামী জুন মাসে মেসি, ডি মারিয়া, দিবালা, অ্যালেক্স, আলভারেজরা ঢাকায় আসবেন। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল। কাজী সালাহউদ্দিন জানান, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচটি।’ তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।