ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগ

কমলাপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ লিগ

কমলাপুর স্টেডিয়ামে নীরবে চলছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। গণমাধ্যমের আগ্রহ না থাকায় দ্বিতীয় স্তরে সমঝোতার ম্যাচ হওয়ার গুঞ্জন শোনা যায় স্টেডিয়ামপাড়ায়। সেটা ছাপিয়ে গেছে গতকাল উত্তরা স্পোর্টিং ক্লাব-লিটিল ফ্রেন্ডস ক্লাবের ম্যাচ। ৯০ মিনিট পর্যন্ত উত্তরা এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে যোগ হওয়া সময়ে থ্রোইনের বল ধরাকে কেন্দ্র করে উত্তরার মবিনুরের সাথে ধাক্কাধাক্কি লাগে লিটিল ফ্রেন্ডসের দুই খেলোয়াড়ের সাথে। রেফারি রিমনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ এলেও থ্রোইনের পর গোপীবাগের দলটির দুই খেলোয়াড় মবিনুরকে ফাউল করলে মারামারি বেঁধে যায়। খেলা বন্ধ থাকে মিনিট পাঁচেক। পরে উত্তরার মবিনুর, জাকির ও মোনায়েম এবং লিটিল ফ্রেন্ডসের নেহাল ও ইয়ামিনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। দেশের ফুটবলে রেফারির জন্য ‘সাহসী’ সিদ্ধান্তই বলা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত