ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাফুফের রহস্যজনক আচরণ!

বাফুফের রহস্যজনক আচরণ!

আগামী জুনে বাংলাদেশে আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা; এমন খবরে বাংলাদেশের সবখানে শোরগোল। টিকিটের মূল্য কত হতে পারে, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। গ্যালারিতে বসে মেসিকে দেখার পরিকল্পনা সাজাচ্ছেন তার বাংলাদেশি ভক্তরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি বাংলাদেশে আসছে আর্জেন্টিনা? বা লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির সঙ্গে যোগাযোগ হয়েছে বাফুফের? তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন একদিন আগেই জানিয়েছেন, ‘প্রায় চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনার প্রস্তাবিত সফর। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। জুনের ফিফা উইন্ডোতে (১২ থেকে ২০ জুন) আসতে চায় বলে আমাদের জানিয়েছে তারা। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বলাই যায়।’ প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও ভেন্যু ঠিক করে ফেলেছেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলা বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ সম্পন্ন হতে অনেক দেরি থাকলেও ম্যাচটি এখানেই হবে। আগামী পাঁচ মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এসএসসি) চিঠি দিয়েছে বাফুফে, সভাপতির দাবি অনুযায়ী ইতিবাচক সাড়াও মিলেছে। ম্যাচটির সম্পর্কে বিশদ তুলে ধরতে গতকাল দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন বাফুফে সভাপতি। সেজন্য দুপুর থেকে বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ভিড়। কিন্তু ঘন্টা দেড়েক আগে সেটি বাতিল করা হয়। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসার বিষয়ে খবর জানানোর সংবাদ সম্মেলন স্থগিতের পরও কৌতূহলের শেষ নেই। সবার অপেক্ষা স্থগিতের কারণ জানা এবং পাঠককে জানানো, কিন্তু বাফুফে কর্মকর্তারা থাকলেন আড়ালে! পরে হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে বাফুফে জানায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।’

বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাদেশের আসার খবর থিতিয়ে যায় আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি’র সোশ্যাল মিডিয়া বিভাগে কাজ করা গাস্তন এদুলের এক পোস্টে, তিনি লেখেন, ঢাকায় জুনে আসার ব্যাপারে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত