ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘টিম ডিরেক্টর’ পদ থাকবে?

‘টিম ডিরেক্টর’ পদ থাকবে?

চন্দিকা হাথুরাসিংহে পাঁচ বছর পর আবারও আসছেন বাংলাদেশে- এমনটা প্রায় নিশ্চিত। বিসিবির বিভিন্ন সূত্র বলছে, শুধু চুক্তি স্বাক্ষরটাই বাকি। জানুয়ারির শেষেই হাতুরাসিংহে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন। এর আগেই ‘হেড অব প্রগ্রামস’ নামে নতুন পদ সৃষ্টি করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে বিসিবি। এসব নিয়ে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খালেদ মাহমুদ সুজন। বিসিবি হাথুরুকে প্রধান কোচ করলেও শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে রাখতে চায়। বিসিবি পরিচালকের কথায় তার আভাসও পাওয়া গেল।

কোচ হিসেবে হাথুরু ছিলেন কড়া হেডমাস্টার। তাছাড়া দলে ছিল তার একনায়কতন্ত্র। তাই লঙ্কান কোচ এলে খালেদ মাহমুদের ‘টিম ডিরেক্টর’ পদটা থাকবে কি না সে বিষয়ে প্রশ্ন থেকে যায়। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সর্বশেষ সিরিজে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন সুজন। হাথুরু এলে ভবিষ্যতে সুজনকে এ পদে দেখা যাবে কি না, সে বিষয়ে বলেন, ‘এটা সময়ই বলবে। বর্তমানে আমি নেই, গত সিরিজে ছিলাম না এমনিতেও। জানি না। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত