ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ পঞ্চম

বাংলাদেশ পঞ্চম

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস দিয়ে চার বছর পর বাংলাদেশে ফিরেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। ঘরের মাঠে এই প্রতিযোগিতার দুই পর্ব মিলিয়ে ১০ দেশের মধ্যে পঞ্চম হয়েছেন স্বাগতিকরা। তাতে চূড়ান্ত পর্ব খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজ খেলোয়াড়দের। ১০ দেশের মধ্যে শীর্ষ চার দেশ খেলবে এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। ৯ থেকে ১৩ জানুয়ারি প্রথম ও ১৫ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি প্রতিযোগিতার ফলের ভিত্তিতে চীনা তাইপে প্রথম, পাকিস্তান দ্বিতীয়, মিয়ানমামার তৃতীয় ও নেপাল চতুর্থ হয়েছে। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল দ্বিতীয় পর্ব শেষে টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী, আইটিএফ ডেভেলপমেন্ট অফিসার জনাথন স্টাবস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত