বিদেশ যাত্রায় এনএসসির নির্দেশনা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বিদেশে দল প্রেরণের ক্ষেত্রে যাচাইবাছাইকরণ ও অপ্রয়োজনীয় খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের দেশের বাইরে না পাঠাতে ক্রীড়া ফেডারেশনগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিচালক এসএমশাহ হাবিবুর রহমান হাকিম স্বাক্ষরিত জরুরি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে সাশ্রয়ী পন্থা অবলম্বনের জন্য এ চিঠি দেয়া হয়েছে। এনএসসির অধীনস্থ সকল ক্রীড়া ফেডারেশন ও সংস্থাগুলোয় এ নির্দেশনা জারি করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থাকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদেশে দল প্রেরণের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অত্যন্ত সাশ্রয়ী পন্থা অবলম্বন করতে হবে। কঠোরভাবে যাচাইবাছাই করে দল প্রেরণ করতে হবে। অত্যাবশ্যক ও অতি প্রয়োজন না হলে অযথা কোনো খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা কোনো ব্যক্তি দলে অন্তর্ভুক্ত না করার জন্য অনুরোধ করা হলো। বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার আগেই সাশ্রয়ী নীতি অবলম্বন করেছে। ক্রীড়াঙ্গনে আমাদের সকলেরই উচিত এ নীতি মেনে চলা। এনএসসি এ সংক্রান্ত চিঠি দেয়ার আগেই আমরা সাশ্রয়ী নীতি মেনেই কার্যক্রম পরিচালনা করছি।’