লাতিন আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য আলেহান্দ্রে বুরজোকা। আদালতে দেয়া এক সাক্ষ্যতে এই অভিযোগ তোলেন আর্জেন্টাইন এই ব্যবসায়ী।
তার মতে, কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব পেতে কনমেবলকে ৩ কোটি ২০ লাখ ডলার ঘুষ দিয়েছিল ফক্স স্পোর্টস। এই ঘুষ দেয়া হয়েছে লাতিন ফুটবল সংস্থার শীর্ষ ছয় ব্যক্তিকে। বাংলাদেশের মুদ্রায় সেই ঘুষের পরিমাণ প্রায় ৩৪১ কোটি ৬৩ লাখ টাকা। ঘুষ নেয়া এই ৬ ব্যক্তির মধ্যে আছেন সাবেক কনমেবল সভাপতি নিকোলাস লিওজ, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি রিকার্দো তিসেরা ও আর্জেন্টিনার ফুটবল ফেডারশনের সাবেক প্রধান নির্বাহী হুলিও গ্রানদোনা। যদিও ফক্স সংস্থা ঘুষ দেয়ার অভিযোগ অস্বীকার করেছে।