ব্যবধান বাড়ছে কিংস-আবাহনীর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার
পেশাদার লিগের সবচেয়ে সফল দল আবাহনী, একবার হ্যাটট্রিকসহ ছয়বারের চ্যাম্পিয়ন তারা। তবে চলতি মৌসুমে তাদের সঙ্গে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পয়েন্টের ব্যবধান ধীরে ধীরে বাড়ছে। প্রথম পর্বের ৬ ম্যাচ যেতেই ব্যবধান হয়েছে ৬ পয়েন্টের, কিংসের পয়েন্ট ১৮, আবাহনী ও তিনবারের চ্যাম্পিয়ন শেষ জামাল ধানমন্ডি ক্লাবের ১২। রেকর্ড টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার সামনে থাকা বসুন্ধরা কিংস গতকাল চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে। পাঁচ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দশম স্থানে চিটাগাং আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নবাগত ফর্টিস এফসি। ৩৮ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন তাজ উদ্দিন। ৬৪ মিনিটে ফর্টিসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগোস্তো। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস। ৪ পয়েন্টে নবম স্থানে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা।
দারুণ গোলের তৃপ্তির পাশাপাশি সহজ সুযোগ নষ্টের হতাশা সঙ্গী রাকিব হোসেনের। দরিয়েলতন গোমেস নাসিমেন্তোও পেলেন জালের দেখা। তাদের সঙ্গে চলতি লিগে গোলের খাতা খুললেন ইয়াসিন আরাফাত। দাপুটে পারফরম্যান্সে আরেকটি জয় তুলে নিল বসুন্ধরা কিংস। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চতুর্থ মিনিটেই রাকিব হোসেনের অবিশ্বাস্য গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। আসরোর গফুরভের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের কোণা থেকে চিপ শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন তিনি, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক পাপ্পু হোসেন। শুরুতেই ম্যাচের সুর রাকিব বেঁধে দেন দারুণ নৈপুণ্যে। আসরোর গফুরভের পাস ধরে একজনকে কাটিয়ে বক্সের বাইরে থেকে করেন নিখুঁত চিপ। গোলরক্ষক পাপ্পুর মাথার উপর দিয়ে জাল খুঁজে নেয় বল। এগিয়ে যায় টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা কিংস। রাকিবের গোলের রেশ তখনও কাটেনি। এরই মধ্যে একাদশ মিনিটে গোছাল আক্রমণ থেকে লক্ষ্যভেদ করলেন দরিয়েলতন গোমেস নাসিমেন্তো। একাদশ মিনিটে রবসন রবিনিয়োর লং পাস নিয়ন্ত্রণে নিয়ে আরাফাত কাটব্যাক করেন; দোরিয়েলতনের শটে চোখের পলকে বল জালে জড়ায়। কর্নেলিয়াস স্টুয়ার্ট ও এমফন উদোহর সঙ্গে যৌথভাবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোলদাতার তালিকায় উঠলেন শীর্ষে (৬টি)।
দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপটে কোনো পরিবর্তন নেই। তবে চালকের আসনে থাকা কিংস সুযোগ তৈরি করলেও পারছিল না ব্যবধান বাড়াতে। ৭১ মিনিটে মেলে তৃতীয় গোলের দেখা। রাকিবের আড়াআড়ি ক্রসে গোলমুখে থাকা আরাফাত টোকায় ৩-০ করেন স্কোরলাইন। চলতি লিগে গোলের খাতাও খুললেন তিনি। তাতে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী।