আর্জেন্টাইন মিডিয়ায় তপু ও কিরণ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

কাতার বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও গত কয়েক দিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আর্জেন্টিনার নাম। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আগামী জুনে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ নিয়ে হয়েছে তুমুল আলোচনা। এর মধ্যেই আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহামুদুল হাসান কিরণ। এই খবর ফলাওভাবে প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার মিডিয়াতেও। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও পাগিনা ১২ নামক সংবাদ মাধ্যমে বসুন্ধরা কিংসে খেলা দুই ফুটবলার তপু ও কিরণের তৃতীয় বিভাগ লিগে প্রস্তাবের বিষয়টি বেশ ফলাওভাবে সংবাদ হয়েছে। বাংলাদেশে মিডিয়া প্রকাশিত গণমাধ্যমে তপুর বক্তব্য উদ্ধৃতও করেছে আর্জেন্টাইন মিডিয়া। দুই ফুটবলারের বর্ণনা ছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনার বাংলাদেশের সমর্থন নিয়েও আর্জেন্টাইন মাধ্যমে আলোচিত হয়েছে। আগামী মার্চে শুরু হবে আর্জেন্টিনা তৃতীয় বিভাগ লিগ। তবে এই প্রস্তাব আলোর মুখ দেখবে কি না তা নিশ্চিত নয়। তপু ও কিরণ দুজনই বসুন্ধরা কিংসের খেলোয়াড়। মার্চে আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগের খেলা শুরু হবে। তপু ও কিরণ প্রস্তাব পেলেও এখনো আর্জেন্টিনার ক্লাবকে কিছু জানায়নি।