ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ান ওপেন

শিয়াওতেকের সঙ্গে বিদায় গাউফেরও

শিয়াওতেকের সঙ্গে বিদায় গাউফেরও

একের পর এক অঘটন ঘটে চলেছে অস্ট্রেলিয়ান ওপেনে। নারী এককের চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা শিয়াওতেক। পোলিশ সুপারস্টার ইগাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কাজাখাস্তানের ইয়েলেনা রাবিকিনা। রড লেভার এরিনায় ম্যাচের ফল রাবিকিনার পক্ষে ৬-৪, ৬-৪। প্রথম তিন ম্যাচে একটি সেটও না হারা শিয়াওতেক চতুর্থ রাউন্ডে এসে যেন এক ঝটকায় কক্ষপথ থেকে ছিটকে গেলেন। তেমন কোনো লড়াই-ই করতে পারলেন না তিনি। তাকে সরাসরি সেটে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন এলেনা রিবাকিনা। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় রোববার দিনের শুরুর দিকের ম্যাচে ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন গত বছরের উইম্বলডন জয়ী রিবাকিনা। কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়া রিবাকিনা হয়ত কোয়ার্টার-ফাইনালে কোকো গাউফকে আশা করছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত