সেরার কাতারে ফিরছেন প্লিসকোভা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন চেক রিপাবলিকের সাবেক নম্বর ওয়ান প্লিসকোভা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে যে অঘটনের হাওয়া লেগেছে তাতে নারী এককে বাছাইয়ের উপরের সারির অনেকেই ছিটকে গেছেন। এরাই মধ্যে পুরোনো রূপে নতুন করে ফেরার ইঙ্গিত দিয়েছেন কারোলিনা প্লিসকোভা। অনেকেটা আড়ালে থেকে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছেন চেক রিপাবলিকান তারকা। চতুর্থ রাউন্ডে গতকাল চীনের ঝাং শুয়াইকে দাঁড়াতেই দেননি প্লিসকোভা, উড়িয়ে দেন ৬-০, ৬-৪ গেমে। এখনও কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি, তবে নামের পাশে অনেক আগেই জুড়ে গেছে তারকাখ্যাতি। প্রায় সাড়ে ৫ বছর আগে যে উঠেছিলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। হাত ভেঙে যাওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি ক্যারিয়ারে এ পর্যন্ত দুটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলা প্লিসকোভা। সেই চোট সামলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সাবেক কোচ সাশা বাইনের সঙ্গে জুটি বেঁধেছেন আবার। ২০২১ সালে এই জার্মানের কোচিংয়ে উইম্বলডন ফাইনালে খেলেছিলেন প্লিসকোভা, ফিরেছিলেন র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বরেও।

কিন্তু পরে হাত ভেঙে যাওয়ায় আবারও ছিটকে পড়েন কক্ষপথ থেকে। এখন আবার নতুন করে সেরার কাতারে ফেরার পালা। সেই পথে দারুণভাবে এগিয়ে চলেছেন। বিশেষ করে চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। এখন পর্যন্ত চার রাউন্ড খেলে একটিও সেট হারেননি প্লিসকোভা। শেষ আটে জায়গা করে নেয়ার পর ৩০ বছর বয়সি এই খেলোয়াড়ের কণ্ঠেও শোনা গেল আত্মবিশ্বাসী সুর। ‘অস্ট্রেলিয়ায় আসার পর থেকে আমি দারুণ বোধ করছি। টাইমিংয়ের বিষয় যেমন, কখনও কখনও এটা শুধু অনুভব করা যায়। আপনিই বুঝতে পারবেন যে ভালো হিট করছেন। গত দুই-তিন সপ্তাহে ঠিক এটাই আমি করতে পারছি’ ‘পরে আমার মনে হলো, এখানে আমি যে কয়টা ম্যাচ খেলেছি, সবগুলোতে দৃঢ় পারফরম্যান্স করেছি। কোর্টে এমন কোনো জায়গা ছিল না, যেখানে আমার মনোযোগ ছিল না, অথবা খুব বেশি ভুলও করিনি। আমার মনে হয়, এই ম্যাচগুলোয় আমি সার্ভ খুব ভালো করেছি।’