ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদোয় মুগ্ধ নাসর কোচ

রোনালদোয় মুগ্ধ নাসর কোচ

দলের জয়ে দৃশ্যত তেমন কোনো অবদান তার দেখা গেল না। গোটা ম্যাচে সেভাবে চোখে পড়ল না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গোল করা বা করানো তো নয়ই, সার্বিক পারফরম্যান্সে নতুন লিগে অভিষেকে সেভাবে আলো ছড়াতে পারেননি পর্তুগিজ তারকা। তবে দলের জয়ে আড়াল থেকে যেভাবে আলোর উৎস হয়েছেন রোনালদো, তাতেই উচ্ছ্বসিত আল নাস্?র কোচ রুদি গার্সিয়া। প্রতিপক্ষ ডিফেন্ডাররা রোনালদোকে নিয়ে ব্যস্ত থাকায় দলের অন্যরা গোলের সুযোগ পেয়েছেন, বলছেন আল নাস্?র কোচ গার্সিয়া। ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার সৌদি প্রো লিগে অভিষেক হয় রোনালদোর। আল নাস?রের হয়ে প্রথম ম্যাচে নেতৃত্বের সম্মানও দেয়া হয় তাকে। ম্যাচটি তার দল জিতে নেয় ১-০ গোলে। ৩১তম মিনিটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিস্কা। গত বৃহস্পতিবার অবশ্য প্রীতি ম্যাচে আল নাস্?র ও আল হিলালের ফুটবলারদের সমন্বয়ে গড়া দল রিয়াদ অল স্টার্সের হয়ে খেলেন রোনালদো। পিএসজির বিপক্ষে সেদিন দুই গোল করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। তবে সৌদি লিগে অভিষেকে তাকে দেখা যায়নি আপন রূপে। বল পায়ে কয়েকবার কলাকৌশল দেখানোর চেষ্টা করেছেন বটে। তবে প্রতিপক্ষের জন্য খুব বিপজ্জনক হতে পারেননি। তবে সাদা চোখে তার অবদান তেমন কিছু মনে না হলেও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে আল নাস্?র কোচ রুদি গার্সিয়া বললেন, মাঠে রোনালদোর উপস্থিতিই তাদের জয়ের কারণ, ‘রোনালদোর মতো একজনের মাঠে থাকাই ইতিবাচক এক সংযুক্তি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনোযোগ থাকে তাকে ঘিরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত