ঢাবি বঙ্গবন্ধু হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিলানুর রশিদ ও দর্শন বিভাগের স্নাতক (সম্মান) চতুর্র্থ বর্ষের রামু বাবু। যুগ্মভাবে রানারআপ হয়েছেন অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের জান্নাতুন নাঈম ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ওয়াজেদুর রহমান। কেন্দ্রীয় খেলার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী।