শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আইএসপিআর

ঢাকা সেনানিবাসস্থ শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে মিসেস আসমা সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তি এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন।