ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কোয়ালিফায়ারের হাতছানি টেকনো মিডিয়ার

কোয়ালিফায়ারের হাতছানি টেকনো মিডিয়ার

একটা ম্যাচ পাল্টে দিয়েছে মেয়েদের করপোরেট কাবাডি লিগের কোয়ালিফায়ারে খেলার সব সমীকরণ। টানা সাত ম্যাচ জেতার পর অস্টম ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে ২৫-২৫ পয়েন্টে ড্র করেছিল ঢাকা টুয়েলভ। ১ পয়েন্ট পাওয়ায় কোয়ালিফায়ার খেলা শঙ্কার মুখে পড়ে ঢাকার। আর গতকাল বজলুর রশীদের দলটিকে ২৩-১৯ পয়েন্টে হারিয়ে আরো ঝুঁকিতে ফেলে কোয়ালিফায়ারের সম্ভাবনা উজ্জ্বল করেছে টেকনো মিডিয়া। জয়ের পর বাদশা মিয়ার দলের পয়েন্ট দাঁড়াল ১৪। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে মতলব থান্ডারকে হারাতে পারলেই প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে পা রাখবে তারা। ঢাকার পয়েন্ট ৯ ম্যাচে ১৫। কোয়ালিফায়ারে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে নরসিংদী লিজেন্ডের। আজ দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সকে ২৩-২০ পয়েন্টে হারানোর পর তাদের পয়েন্ট হয়েছে ১৬। আগামীকাল সন্ধ্যা ৬টায় ফিরতি পর্বের শেষ ম্যাচে ঢাকার মুখোমুখি হবে তারা। কোয়ালিফায়ারে খেলতে ম্যাচটি ঢাকার জন্য ‘অঘোষিত ফাইনাল’। নরসিংদী হারলে ও টেকনো মিডিয়া জিতলে দুই দলের পয়েন্ট হবে সমান ১৬; সেক্ষেত্রে দুই দলের নেট পয়েন্টের ভিত্তিতে চূড়ান্ত হবে কোয়ালিয়াফায়ারের দ্বিতীয় দল। যেখানে টেকনোর (৪২) চেয়ে এগিয়ে নরসিংদী (৬৪)। তবে কোয়ালিফায়ার খেলতে হার এড়াতে পারলেই চলবে নরসিংদীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত