রাগ-ক্ষোভ কিছুই নেই মাশরাফির

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মাশরাফি বিন মর্তুজার ইনজুরির চিকিৎসক ডেবিড ইয়ং নিজেও অবাক মাশরাফি এখনো খেলা চালিয়ে যাওয়ায়। মাশরাফি ‘গডগিফটেড’। একের পর এক ইনজুরি আর অপারেশনের পর এখনো খেলে যাচ্ছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে বোালিং করে থাকেন। প্রায় ১০ মাস পর বিপিএলে খেলতে এসে চট্টগ্রাম পর্ব পর্যন্ত ৯ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। তার এমন বোলিং অনেককেই চমকিত করেছে। বিপিএলে এমন নৈপুণ?্য দেখিয়ে চলা মাশরাফি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি। অথচ এই ফরম?্যাটে তিনিই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। টেস্টে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে না নিয়ে তিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। ৪০ ছুঁই ছুঁই বয়সে মাশরাফির অনুকরণীয় এমন সাফল্যে তাকে মাঠ থেকে অবসর দেওয়া উচিত- কয়েকদিন আগে নির্বাচক কমিটির কাছে এরকম প্রশ্ন ছুটে গিয়েছিল সাংবাদিকদের কাছ থেকে। জবাবে নির্বাচক কমিটির সদস?্য আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, হলে ভালো হয়। মাশরাফির মতো ক্রিকেটার এটা ডিজার্ভ করে। কিন্তু বিষয়টি তাদের হাতে নেই বলেও জানিয়েছিলেন রাজ্জাক। বৃহস্পতিবার সিলেটে এ বিষয়ে মাশরাফির দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে কোনো চাওয়া-পাওয়া নেই বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না। আগেও বললাম আমার খুশি আমার কাছে, সেটা কারও কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি।