হ্যান্ডবলের ব্যস্ততা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় হ্যান্ডবলের পর বিজয় দিবস টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগের পর ২৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে কিউট প্রথম বিভাগ লিগ। অংশ নিবে ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব- এই ছয়টি দল। তবে এবার প্রথম বিভাগ থেকে একটি নাকি দুটি দল প্রিমিয়ার লিগে উঠবে সেটি এখনও চুড়ান্ত হয়নি। কিন্তু আগামী বছর প্রথম বিভাগে উঠবে চলতি বছর অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ লিগের শীর্ষ চারটি দল- গতকাল জানান লিগ কমিটির সম্পাদক খালেকুজ্জামান স্বপন। ঘরোয়া খেলা শেষ হতেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে। ফেব্রুয়ারি মাসেই দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ। প্রথমটি ক্লাব চ্যাম্পিয়নশিপ, অন্যটা দক্ষিণ এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আর মে মাসে এসবের চেয়েও বড় আসরের আয়োজক হবে বাংলাদেশ, আইএইচএফ ট্রফি। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের এই টুর্নামেন্ট এর আগে ২০১০ ও ২০১৬ সালেও আয়োজন করেছিল বাংলাদেশ- জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।