ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

করপোরেট নারী কাবাডি ঢাকা টুয়েলভ ফাইনালে

করপোরেট নারী কাবাডি ঢাকা টুয়েলভ ফাইনালে

সহজ ম্যাচ কঠিন করে জিতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতে প্রথম করপোরেট নারী কাবাডি লিগের ফাইনাল খেলা নিশ্চিত করেছে ঢাকা টুয়েলভ। ম্যাচের শেষ রেইডে নরসিংদী লিজেন্ডসের সুমাইয়াকে সুপার ট্যাকল করেন ঢাকার রেখা ও স্বরসতী। তাতেই ২৩-২৬ পয়েন্টে জিতে করপোরেট নারী কাবাডি লিগের ফাইনাল খেলা নিশ্চিত করেন ব্রিজ ফার্মার মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন ঢাকার স্মৃতি। তবে হারলেও ফাইনাল স্বপ্ন শেষ হয়ে যায়নি নরসিংদীর মেয়েদের। আজ বিকাল সাড়ে ৪টায় তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে টেকনো মিডিয়ার বিপক্ষে। জাতীয় দলের সাবেক কোচ বাদশা মিয়ার টেকনো মিডিয়া গতকাল এলিমিনেটর ম্যাচে ২৯-২৪ পয়েন্টে জেতে বেঙ্গল ওয়ারিয়র্সের বিপক্ষে। দারুণ খেলে টেকনো মিডিয়ার জয়ের পথ সুগম করেন ম্যাচসেরা কচি রানী।

করপোরেট নারী কাবাডি লিগের কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে রিভিউ সিস্টেম চালু হয়েছে ঘরোয়া কাবাডিতে। ম্যাচে প্রতি দল দুটি করে রিভিউ নিতে পারবে। প্রথম রিভিউ নেন নরসিংদী লিজেন্ডসের অধিনায়ক রুপালী আক্তার, তবে রিভিউতে সফল হতে পারেননি তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত