রংপুর ও ঢাকার চোখ জয়ে

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্স। প্রথম তিন ম্যাচ খেলে দুটিতে জয় পায় রংপুর। এরপর টানা দুই ম্যাচ হারে তারা। পরবর্তীতে টানা দুই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরে রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ দুটি জয় পেয়েছে রংপুর। মিরপুরে চট্টগ্রামকে ৫৫ রানে এবং সিলেটের মাঠে স্বাগতিকদের ৬ উইকেটে হারায় রংপুর। বোলারদের হাত ধরে সিলেটের বিপক্ষে সহজ জয়ের স্বাদ পায় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে ৭ উইকেট হারিয়েছিল সিলেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯২ রান করে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা এড়ায় সিলেট।

অন্য দিকে দুর্দান্ত এক জয়কে সঙ্গী করে সিলেটের মাটিতে প্রথম খেলতে নামছে ঢাকা। টানা ছয় ম্যাচ হারের পর মিরপুরে নিজেদের সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ২৪ রানে হারিয়েছিলো ঢাকা। ১০৯ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে খুলনাকে ৮৪ রানেই গুটিয়ে দেয় ঢাকার তাসকিন-নাসিররা।

এখন পর্যন্ত বিপিএলে ঢাকার পক্ষে বল হাতে সেরা পারফরমার তাসকিন-নাসির ও আল-আমিনের। নাসির ১১টি, তাসকিন ও আল-আমিন ১০টি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাসির। ৮ ইনিংসে ২৯১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। সাত ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। আট ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতে ঢাকা।