ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএল ছেড়ে মন্ত্রীর চেয়ারে

বিপিএল ছেড়ে মন্ত্রীর চেয়ারে

বিপিএল চলাকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব বুঝে নিতে খুলনা টাইগার্স ছেড়ে পাকিস্তানে ফিরে গেছেন এই পেসার। দেশে ফেরার বিষয়টি এক টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন ওয়াহাব, বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান তিনি। সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দিয়ে এই পাকিস্তানি পেসার টুইট বার্তায় দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন। বিপিএলে দারুণ ছন্দে ছিলেন দীর্ঘ ২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ওয়াহাব রিয়াজ। সাত ম্যাচে ৬.৯০ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে আছে তার নাম। খুলনায় তার বদলি কে হবেন, এখনও চূড়ান্ত হয়নি। বিপিএলে ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। দলকে জেতাতে না পারলেও ওয়াহাব রিয়াজ বল হাতে ছিলেন উজ্জ্বল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত