ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

করপোরেট নারী কাবাডি ঢাকাকে টেকনোর চ্যালেঞ্জ

করপোরেট নারী কাবাডি ঢাকাকে টেকনোর চ্যালেঞ্জ

করপোরেট নারী কাবাডি লিগের প্রথম পর্বে ঢাকা টুয়েলভের কাছে হেরেছিল টেকনো মিডিয়া। ফিরতি পর্বে শুধু প্রতিশোধই নেয়নি তারা, ঢাকাকে দেয় প্রথম হারের তেতোস্বাদ। তাতে অবশ্য ব্রিজ ফার্মার দল ঢাকার কোয়ালিফায়ারের পথ রুদ্ধ করতে পারেনি টেকনো মিডিয়া। প্রথম কোয়ালিফায়ারে ২৬-২৩ পয়েন্টে নরসিংদী লিজেন্ডসকে হারিয়ে ফাইনাল মঞ্চে বজলুর রশীদের শিষ্যরা, যেখানে তাদের চ্যালেঞ্জ দিতে প্রস্তুত বাদশা মিয়ার টেকনো মিডিয়া। জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ বিকাল ৩টায় শুরু হবে মেয়েদের কাবাডির নতুন যুগের প্রথম ফাইনাল। প্রথম ও ফিরতি পর্ব মিলিয়ে টানা ৭ ম্যাচ জেতা ঢাকা অস্টম ম্যাচে ২৫-২৫ পয়েন্টে ড্র করে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের সাথে। নবম ম্যাচে ২৩-১৯ পয়েন্টে হারে টেকনো মিডিয়ার কাছে। তবে পেছনের সুখ-দুঃখ ভুলে যেতে চান ঢাকা টুয়েলভ অধিনায়ক রেখা আক্তার, ২০১৬ এসএ গেমস থেকে জাতীয় দলে খেলা খেলা রেখার ভাবনাজুড়ে ফাইনাল, ‘টানা সাতটা ম্যাচ আমরা এক ছন্দে খেলেছি। মনোযোগে কিছুটা ঘাটতি হওয়ায় পরের দুটি ম্যাচের ওপর প্রভাব পড়ে। সেটা কাটিয়ে উঠে আমরা এখন ফাইনালে। আমাদের লক্ষ্য একটাই, করপোরেট কাবাডি লিগের শিরোপা জেতা, আমরা পারব, আত্মবিশ্বাস রয়েছে। সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল আমরা। ডিসিপ্লিনের মধ্যদিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। প্রথম ও ফিরতি পর্ব মিলিয়ে চতুর্থ স্থানে ছিল টেকনো মিডিয়া। এলিমিনেটর ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পা রাখে বাদশা মিয়ার দল, সেখানে জিয়াউর রহমানের দল নরসিংদী লিজেন্ডসকে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে। সবশেষ ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে জাতীয় দলে খেলা স্মৃতি আক্তার চ্যালেঞ্জ দিচ্ছেন ঢাকাকে, ‘ওরা (ঢাকা টুয়েলভ) পুরো লিগে দারুণ খেললেও ওদের যে হারানোর সামর্থ আমাদের রয়েছে, সেটা ফিরতি লিগে দেখিয়েছি।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত