ঢাকাকে বিদায় করে শেষ চারের পথে রংপুর

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

গত আসরে শেষ চারে খেলা ঢাকা ডমিনেটরস এবার আর সেই পর্যন্ত যেতে পারেনি। ফলে বিদায় নিতে হলো তাদের করুণ ভাবেই। তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিেেছ রংপুর রাইডার্স। বিপিএলে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারাল রংপুর রাইডার্স। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। শেখ মেহেদি হাসান ফিরছিলেন হতাশ হয়ে। তবে ডাগআউটে সতীর্থরা তাকে বরণ করে নিলেন তালিতে। পরের ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমারজাই মাঠে যেতে যেতে পিঠ চাপড়ে দিলেন তার। কাজ শেষ করতে না পারলেও দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন তো তিনিই! বোলিংয়ে ৩ ওভারে ১৩ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৪৩ বলে ৭২ রানের ইনিংস, ম্যাচের নায়ক মেহেদিই। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে রংপুর রাইডার্সের জয় ৫ উইকেটে। গতকাল সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকাকে ১৪৪ রানে আটকে রংপুর জিতে যায় ১ ওভার বাকি রেখেই।

আগের ম্যাচগুলোয় বোলিং মোটামুটি করলেও ব্যাট হাতে মেহেদি ছিলেন একদমই নিষ্প্রভ। তার পরও তাকে টপ অর্ডারে খেলিয়ে গেছে দল। অবশেষে তিনি প্রতিদান দিলেন। আগের সাত ইনিংস মিলিয়ে তার রান ছিল ৭১। এবার এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন আগের সব ম্যাচকে। দলকেও এনে দিলেন জয়। আট ম্যাচে রংপুরের এটি পঞ্চম জয়, নবম ম্যাচে ঢাকার সপ্তম পরাজয়। টসের সময় ঢাকা অধিনায়ক নাসির হোসেন বলেছিলেন, ১৬০-১৭০ রান এই উইকেটে ভালো হতে পারে। কিন্তু সেই স্কোরে পৌঁছানোর মতো স্কিল, মানসিকতা কিংবা তাড়না, কোনোটাই দেখা গেল না তার দলের ব্যাটিংয়ে। একপ্রান্ত আগলে রাখা উসমান ঘানি শেষ দিকে একটু দ্রুত রান তুলে ৫৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে কিছুটা ভদ্রস্ত পর্যায়ে নিয়ে যান দলকে। টস জিতে বোলিংয়ে নামা রংপুরকে আবারও ভালো শুরু এনে দেন আজমত উল্লাহ ওমারজাই। আগের ম্যাচে এক ওভারে তিন উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ধসিয়ে দেয়া আফগান পেসার নতুন বলে জ্বলে ওঠেন আবার। দুর্দান্ত সুইং বোলিংয়ে তিনি ফেরান ঢাকার দুই ওপেনারকে। বাতাসে সুইং করে অনেকটা ভেতরে ঢোকা ডেলিভারি পিচ করে আরও ঢুকে ছোবল দেয় স্টাম্পে, ঠিকমতো বুঝতেও পারেনি ব্যাটসম্যান মিজানুর রহমান (৫)। আগের ম্যাচে ফিফটি করা সৌম্য সরকার এবার ১১ রানে আউট হন ওমারজাইয়ের সুইংয়ের জবাব না পেয়ে।