সাবালেঙ্কার জীবনের সেরা সকাল

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

এলেনা রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর ?শনিবার রাতটা উদযাপন করেই কাটিয়েছেন আরিনা সাবালেঙ্কা। দুই চোখে ঘুম ছিল না, কখন রাত পোহাবে, প্রতীক্ষায় ছিলেন। সেই শৈশবে যে স্বপ্ন বুনেছিলেন তিনি, তার দেখা পেলেন মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে। এমন তো হওয়ারই কথা। এছাড়া সকাল সকাল ট্রফি হাতে মেলবোর্নের রয়েল বোটানিক গার্ডেনে হাজির হওয়ার আনন্দটাও ছিল উপভোগ্য। সেখানে দাঁড়িয়ে বলেছেন, ‘এই সকালটাই তাঁর জীবনের সেরা সকাল।’

বিশ্ব টেনিসে এমন ভাগ্যবান যে কমই আছেন, ক্যারিয়ারের প্রথম ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়া। যে সাফল্যের দেখা এর আগে শুধু রাইবাকিনা, কেনিন ও ওস্তাপেঙ্কোই পেয়েছিলেন, এবার সাবালেঙ্কাও সেটা করে দেখালেন। যদিও মেলবোর্নের নতুন রানির মুকুট পরার পরও বিশ্বাস হচ্ছে না তার কীভাবে কী হলো, ‘আমার এখনও মনে হচ্ছে আমি অন্য কোনো গ্রহ থেকে এসেছি, কীভাবে কী হলো, সেটা বোঝার চেষ্টা করছি। আমি মনে করি এটা আমার জীবনের সেরা সকাল। কী সুন্দর এটি। আমি সর্বদা ম্যাচ নিয়ে ভাবি কিছু পয়েন্ট মাথায় ঘোরে, বিশেষ করে সর্বশেষ ম্যাচটি।’ এখন শুধু এগিয়ে যাওয়া। সারা বছরে আরও তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট রয়েছে, এর মধ্যে আবার খেলবেন ছোটোখাটো প্রতিযোগিতায়।