ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গ্রুপসেরা মোহামেডান

গ্রুপসেরা মোহামেডান

গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুগ্ধতা ছড়ানো দুই গোলে মোহামেডানকে পথ দেখালেন আরিফ হোসেন ও আশরাফুল হক আসিফ। দুইবার পিছিয়ে পড়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে সমতায় ফেরালেন দুই বিদেশি ফরোয়ার্ড স্টুয়ার্ট কর্নেলিয়াস ও সোলাইমান সিল্লাহ। তাতে শেষ পর্যন্ত ড্রই হলো ম্যাচটি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা মোহামেডান। সুলেমানে দিয়াবাতের অনুপস্থিতিতে মোহামেডানের আক্রমণে ছিল না ধার। শেখ জামালের আক্রমণভাগের অবস্থাও ছিল তথৈবচ। ২৮তম মিনিট পর্যন্ত ঢিমেতালে হয় ম্যাচ। শেখ জামালের সিল্লাহ বাঁ দিক দিয়ে কিছু আক্রমণে শাণালেও জমাট রক্ষণ ভাঙতে পারেননি। ম্যাড়মেড়ে ম্যাচে প্রাণ ফেরে আরিফের দৃষ্টিনন্দন গোলে।

ডিফেন্ডার রাশেদুল আলম গায়ের সঙ্গে সেঁটে থাকা অবস্থায় বল নিয়ে প্রায় বাঁ দিকের বাইলাইনের কাছে চলে যান আরিফ। গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনও অবস্থান নেন কাছের পোস্টে। দারুণ শটে লিটনকে থ বানিয়ে কাছের পোস্ট দিয়েই জাল খুঁজে নেন মোহামেডানের মিডফিল্ডার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত