ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বড় স্বপ্ন নিয়ে ইরান গেলেন ফাহাদ

বড় স্বপ্ন নিয়ে ইরান গেলেন ফাহাদ

গতকাল বুধবার সকালেই ইরানের রাজধানী তেহরানে যাওয়ার কথা ছিল অন্যতম কনিষ্ঠ দাবাড়ু ফাহাদ রহমানের। কিন্তু ফ্লাইট জটিলতায় রাতে ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক মাস্টার। ইরানে ফাহাদ টানা দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে খেলবেন। এই টুর্নামেন্টে খেলতে তার সঙ্গী হয়েছেন আরেক দাবাড়ু ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ। আগামী ৩-১০ ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত হবে পঞ্চম পায়তখত কাপ আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। এরপর ১০-২০ ফেব্রুয়ারি রাশত শহরে হবে ১৯তম কাসপিয়ান সি কাপ গ্র্যান্ডমাস্টার দাবা। দুটি টুর্নামেন্ট থেকেই গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার লক্ষ্য ফাহাদের। সেক্ষেত্রে ৯ খেলায় তাকে ৭ পয়েন্ট পেতেই হবে। তাই ইরানে বড় কিছুর স্বপ্ন নিয়ে যাচ্ছেন তিনি, ‘গত কয়েক মাস যেভাবে খেলেছি, সেটা যদি ইরানে পারি তাহলে জিএম নর্ম পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমাকে কমপক্ষে ৭ পয়েন্ট পেতে হবে। এছাড়া ২৫০০ রেটিং করতে হবে। আশা করছি, ভালো কিছুই হবে।’ গ্র্যান্ডমাস্টার হতে হলে তিনটি নর্ম দরকার। ইরানে একটি পেলে ফাহাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত