ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিইউপিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিইউপিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ফিজিক্যাল এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতাটি গত ১১ জানুয়ারি শুরু হয়েছিল, যেখানে বিইউপির সব বিভাগ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ব্যাডমিন্টন পর্বের একক (ছাত্র) ক্যাটাগরিতে আইন বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানার-আপ এবং একক (ছাত্রী) ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া, দ্বৈত (ছাত্র) ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন ও মার্কেটিং বিভাগ রানার আপ এবং দ্বৈত (ছাত্রী) ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ম্যানেজমেন্ট বিভাগ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রতিযোগিতার ভলিবল পর্বের ছাত্র ক্যাটাগরিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসিলিয়েন্স (ডিএমআর) চ্যাম্পিয়ন ও বিবিএ-জেনারেল রানারআপ এবং ছাত্রী ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে বিইউপির মাননীয় উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত