ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ইনজুরি সময়ে মোহামেডানকে হারাল বসুন্ধরা কিংস

ইনজুরি সময়ে মোহামেডানকে হারাল বসুন্ধরা কিংস

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য ড্র। ৫ মিনিট ইনজুরি সময়ের খেলা চলছে। অন্তিম মুহূর্তে কর্ণার পায় বসুন্ধরা কিংস। অধিনায়ক রবসন রবিনহোর কর্ণার থেকে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আরেক ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন। ডোরিয়েল্টনের হেড গোল লাইন ক্রস করার পরই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারীতে কিংস সমর্থকদের উল্লাস। ড্র হতে যাওয়া ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার আনন্দ। অন্য দিকে মোহামেডান শিবিরে পিনপতন নিরবতা। টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী এক ম্যাচ কম নিয়ে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। কিংসের সঙ্গে আবাহনীর ব্যবধান ৬ পয়েন্ট। আজ শনিবার শেখ জামালের বিপক্ষে পয়েন্ট হারালে সেই ব্যবধান আরও বাড়বে। অন্যদিকে মোহামেডান সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। কিংস বিগত ম্যাচগুলোতে দাপটের সঙ্গে খেললেও শুক্রবারের ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে। মোহামেডান একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল। সাদা কালোদের ফিনিশিং দক্ষতার অভাবে গোল হজম করতে হয়নি কিংসদের। অন্য দিকে দেশি-বিদেশির সমন্বয়ে কিংসের আক্রমণভাগ গতকাল অনেকটা নিষ্ক্রিয় ছিল। পুরো ম্যাচে তেমন গোলে আক্রমণ করতে পারেনি সবচেয়ে বড় বাজেটের দল কিংস। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক ও কিংসের কোচ অস্কার ব্রজন উভয়েই দ্বিতীয়ার্ধ্বে ততোধিক খেলোয়াড় পরিবর্তন করেছেন স্কোরলাইন পরিবর্তনের জন্য। গত মৌসুমে এই কুমিল্লাতে মোহামেডানের হয়ে মোরছালিন কিংসের বিপক্ষে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই মোরছালিনকে এবার কিংসের পক্ষে নামিয়ে মোহামেডানের বিপক্ষে গোলের চেষ্টাও করেছিলেন অস্কার। সেই সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। ম্যাচ যখন এক পয়েন্টের দিকে হাঁটছিল তখন ডোরিয়েল্টনের হেড পুরো চিত্র পাল্টে দিল। ডোরিয়েল্টনের গোলের পর কিংস ডাগআউট হাঁফ ছেড়ে বাচে। লিগের প্রথম পয়েন্ট হারানোর শঙ্কা থেকে মুক্তি পাওয়ায় গোলের উল্লাসও হয়েছে অনেক। সেই উদযাপনের এক পর্যায়ে কিংসের ট্যাকিনক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু লাল কার্ড দেখেন। গোলের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা হাতাহাতিও হয়। ম্যাচ শেষে মোহামেডানের ফুটবলাররা রেফারিদের ঘিরে ধরে। গ্যালারি থেকেও দর্শকরা নেমে আসলে উত্তেজনা তৈরি হয়। দিনের আরেক ম্যাচে ফর্টিজের সঙ্গে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। দুই দলেরই এটি ছিল সপ্তম ম্যাচ। আট পয়েন্ট নিয়ে ফর্টিজ পঞ্চমে আর চার পয়েন্টে রেলিগেশন জোনে দেশের শীর্ষস্থানীয় কোচ টিটুর চট্টগাম আবাহনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত