ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভুটানকে হারালো ভারত

ভুটানকে হারালো ভারত

শুরুর দিকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় ছিল ভুটান। এক পর্যায়ে ভারতের আক্রমণের তোড়ে সব প্রতিরোধই ভেঙে পড়েছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোলের মালা পরিয়েছে ভারতীয়রা। উদ্বোধনী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলটিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা গোলবন্যায় ভাসিয়েছে। ভুটানকে হারিয়েছে ১২-০ গোলে। গতকাল শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল ম্যাচ ঘড়ির ২৭ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখতে পেরেছে ভুটান। পরের মিনিটেই অবশ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে সব প্রতিরোধ। ১২ গোলের মধ্যে হ্যাটট্রিক হয়েছে তিনটি। ভারত প্রথমার্ধেই গোল পেয়েছে চারটি। ২৮ মিনিটে কাজল হাভার্ট থেকে অপূর্ণা নার্জারি ফাঁকায় প্লেসিং করে প্রথম লক্ষ্যভেদ করেছেন। ৪৩ মিনিটে সতীর্থের পাসে নিতু প্লেসিং করে তৃতীয় গোল উপহার দিয়েছেন। বিরতির পর আরও চড়াও হয়ে খেলতে থাকে ভারত। ৫১, ৬৯, ৭৮ মিনিটে আনিতা কুমারি দলের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন। ৪৫, ৫৫ ও ৯০ মিনিটে নেহা তৃতীয় হ্যাটট্রিকটি করেছেন। আর লিন্ডা কম মাঝে ৬১, ৬৩ ও ৭৫ মিনিটে লক্ষ্যভেদ করে পূরণ করেন দলের প্রথম হ্যাটট্রিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত