ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন সাবিনারা

কম্বোডিয়ার বিপক্ষে খেলবেন সাবিনারা

গেল বছর সেপ্টেম্বরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আগে কমলাপুর স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন সাবিনা, সানজিদা, স্বপ্নারা। প্রথমটিতে ৬-০ গোলে জিতলেও দ্বিতীয়টি হয় গোলশূন্য ড্র। ম্যাচ দুটি যে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে দারুণ সহায়ক হয়েছিল সেটা বোঝা যায় নেপালে মূল টুর্নামেন্টে। মালদ্বীপকে ৩-০ গোলে আসর শুরু করা লাল-সবুজ মেয়েরা ফাইনালে স্বাগতিক নেপালকে উড়িয়ে দেয় ৩-১ গোলে। তবে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লাল-সবুজ মেয়েদের। প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাবিনারা। এপ্রিলে হবে অলিম্পিক গেমসের মেয়েদের ফুটবলের বাছাইপর্ব। ওই আসরে খেলবেন সাবিনা খাতুনরা। অলিম্পিক গেমস বাছাইয়ে যাওয়ার আগে ১৫ ও ১৭ মার্চ ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন সাবিনা, কৃষ্ণারা। প্রতিপক্ষ কম্বোডিয়া। দুটি ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। জানা গেছে, সিঙ্গাপুরে চারজাতির টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও সেখানে খেলছেন না কোচ গোলাম রব্বানীর শিষ্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত