ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনার বাদ পড়ার নেপথ্যে

খুলনার বাদ পড়ার নেপথ্যে

সবার আগে বিদায় নিয়ে দল হিসেবে খেলতে না পারার কথা তুলে ধরেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক শেই হোপ। ব্যাটিংয়ে সেরা বিশে আছেন খুলনা টাইগার্সের চার জন, বোলিংয়ে ¯্রফে দুই জন-বিপিএলের ছোট্ট এই পরিসংখ্যানেই অনেকটা পরিষ্কার এবারের বিপিএলে দলটির হতাশাজনক ফলাফলের কারণ। এর প্রভাব পড়েছে দলীয় পারফরম্যান্সেও। যার ফল হিসেবে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বেজেছে মনে করেন অধিনায়ক শেই হোপ। ফরচুন বরিশালের বিপক্ষে শুক্রবারের ম্যাচ জিতলে প্লে-অফ খেলার গাণিতিক সম্ভাবনা টিকে থাকত খুলনার। কিন্তু ছন্নছাড়া বোলিংয়ের পর হতাশাজনক ব্যাটিংয়ে ৩৭ রানে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। বরিশালের ১৯৪ রানের জবাবে তাদের ইনিংস থামে ১৫৭ রানে। পরপর তিন ম্যাচ হেরে শুরু হয় খুলনার এবারের যাত্রা। পরে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পরপর দুই জয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখায় ইয়াসির আলি চৌধুরির নেতৃত্বে খেলতে নামা দল। কিন্তু এরপর আর নেই জয়ের দেখা। টানা পাঁচ ম্যাচ হেরে শেষ হলো তাদের সেরা চারে খেলার সম্ভাবনা। দলে তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকার পরও তারুণ্যে আস্থা রেখে টুর্নামেন্ট শুরুর আগে ইয়াসিরকে অধিনায়কত্ব দেয় খুলনা। পরে ৮ ম্যাচে ¯্রফে দুই জয় পাওয়ার পর ইয়াসিরকে ‘চাপমুক্ত’ করতে হোপকে দায়িত্ব দেয় তারা। তবু বদলায়নি ভাগ্য। নতুন নেতৃত্বেও পরপর দুই ম্যাচ হেরেছে তারা। গত ২২ জানুয়ারি বাংলাদেশে এসে দুই দিন পর খেলতে নামেন হোপ। তিন ম্যাচ খেলার পর পান অধিনায়কত্ব। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদলে তেমন কোনো সমস্যা দেখেন না তিনি। দল হিসেবে খেলতে না পারাই বাদ পড়ার বড় কারণ ক্যারিবিয়ান তারকার কাছে।

বরিশালের কাছে হেরে বিদায় নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে নিজেদের হতাশাময় পারফরম্যান্সের কারণ ব্যবচ্ছেদ করেন হোপ। আমার মনে হয়, আমরা দল হয়ে খেলতে পারিনি। আমরা প্রায় নিয়মিত ব্যক্তিগত পারফরম্যান্স করেছি। এর সঙ্গে দলগতও করা দরকার ছিল। ম্যাচ কিংবা টুর্নামেন্ট জিততে দলগত পারফর্ম্যান্স দরকার। এমন (অধিনায়ক বদল) হতেই পারে। অধিনায়ক যেই হোক, আমাদের দল হিসেবে খেলতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেটা পারিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের হিসেব করলে আসরের প্রথম সেঞ্চুরি করেন খুলনার আজম খান। এছাড়া তামিমের আছে ৯৫ রানের ইনিংস, একই ম্যাচে হোপ করেন ৯১ রান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত