ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতকে হারালেই ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারালেই ফাইনালে বাংলাদেশ

নেপালকে ৩-১ গোলে হারিয়ে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় মিশন শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। আরেক ফেভারিট ভারতেরও শুরুটা হয়েছে জয়ে, সেটিও বড় ব্যবধানে ১২-০, তবে প্রতিপক্ষের নাম খর্ব শক্তির ভুটান। প্রথম ম্যাচ জেতা দু’দল কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে আগেভাগে ফাইনাল নিশ্চিত করার হাতছানি নিয়ে, অর্থাৎ জিতলেই ফাইনাল। অবশ্য দু’দলের ম্যাচ ড্র হলেও ফাইনালের সম্ভাবনা থাকবে দু’দলের সামনে, শেষ ম্যাচে নিশ্চিত হবে কোন দু’দল ৯ ফেব্রুয়ারি নামবে শিরোপা মঞ্চে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, ভারত খেলবে নেপালের বিপক্ষে। তবে নেপালের বিপক্ষে স্বস্তির জয়ের মাঝেই অস্বস্তির কাঁটা হয়ে আছে অধিনায়ক শামসুন্নাহারের চোট। একদিন পরই আবার মাঠে নামতে হবে, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য আশাবাদী, ভারতকে হারানোর মিশনে পাবেন শামসুন্নাহারকে। নেপাল ম্যাচে প্রথমার্ধ্বের শেষ দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চার্জে মাঠে লুটিয়ে পড়েন শামসুন্নাহার। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ছোটন জানান, অধিনায়ক মাথায় চোট পেয়েছেন। তাকে নেওয়া হয়েছে হাসপাতালে,। ভারত ম্যাচ নিয়ে কোচ জানান, ‘ভারত দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবলে গত ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।’

ভুটানকে নিয়ে স্রেফ ছেলেখেলা করে বিশাল ব্যবধানে জিতলেও তৃপ্তিতে উড়ছেন না ভারত কোচ ময়মল রকি। বাস্তবতার শক্ত জমিনে পা রেখে বলেন, বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটি তাদের জন্য সহজ হবে না মোটেও। গত বছর অনূর্ধ্ব-১৮ বছর বয়সিদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ভারত। ভুটানকে উড়িয়ে শুরু করার পর মুকুট ধরে রাখার আশাবাদ জানালেন রকি, ‘লক্ষ্য তো ট্রফি নিয়ে ঘরে ফেরা। দেখা যাক।’ গত আসরে রাউন্ড রবিন লিগ শেষে বাংলাদেশের সমান পয়েন্ট ছিল ভারতের। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় সেরা হয়েছিল তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত