বাংলাদেশের উদযাপন দেখেছেন মেসি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

১৯৭৮, ১৯৮৬-র পর ২০২২- তৃতীয়বার ফুটবলের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গত বছর ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দেশ। কাতার বিশ্বকাপের পর ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জর্মেইন ক্লাবের জার্সিতে খেলা শুরু করেছেন। তবে ফাঁকে ফাঁকে নিজ দেশের গণমাধ্যমের সাথেও কথা বলছেন ফুটবলের খুদে জাদুকর। মেসি রেডিও আরবানের পর এবার ডায়রিও ওলেকে দিয়েছেন হৃদয় উজাড় করা আরেকটি সাক্ষাৎকার। সেখানেই বলেছেন, বাংলাদেশের আর্জেন্টিনা নিয়ে মাতামাতি চোখে পড়েছে তার। কথা বলেছেন আরও অনেক কিছু নিয়ে।

বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশে শুরু হয়ে গিয়েছিল আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা। সেই উন্মাদনার খবর বিশ্বকাপ চলার সময়েই পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা ক্যাম্পে। কোচ লিওনেল স্কালোনি নকআউটে সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। তবে লিওনেল মেসি কতটা জানেন, সেটা নিয়ে প্রশ্ন ছিল। এবার ডায়রিও ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজেই বললেনÑ বাংলাদেশের কথা, ‘হ্যাঁ, আমি সবছুটি জানি। দেখেছিও (বাংলাদেশের উদযাপন)। পুরো দেশ যে আমাদের জার্সিতে ছেয়ে গেছে, যেটা সোফি (সাংবাদিক সোফি মার্টিনেজ) আমাকে ফাইনালের আগেই ইন্টারভিউতে বলেছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পুরো বিশ্বে দেখা, অসাধারণ একটা ব্যাপার।’

প্রশ্ন উঠেছিল ফাইনালের পর মেসি কি এমবাপের সাথে কথা বলেছেন? পিএসজি সতীর্থকে নিয়ে করা এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন মেসি, ‘হ্যাঁ, আমরা ম্যাচের পর আর্জেন্টিনাতে কেমন উদযাপন করেছি, ছুটি কীভাবে কাটিয়েছি এসব নিয়ে কথা বলেছি। এর বেশি কিছু নয়।’ মেসি বলেছেন, ক্যারিয়ার শেষে ফিরে যেতে যান বার্সায়, কারণ সেটাই তার ঘর। বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরে সতীর্থদের কাছ থেকে গার্ড অনার পেয়েছিলেন। যদিও বড় কোনো ছুটি ঘটা করে দেয়া হয়নি, যেটা পেয়েছেন সেটা নিয়েও খুব উচ্ছ্বসিত নন মেসি, ‘আসলে এসব ঠিক পছন্দ করি না। এভাবে সবার মনযোগের কেন্দ্রে থাকলে আমার অস্বস্তি লাগে। অবশ্যই ওরা যেটা করেছে সেটা খুবই সুন্দর, দারুণ একটা ব্যাপার।’

মেসি বলেছেন, ফাইনালের সবছুটি রেখে দিয়েছেন নিজের কাছে, ‘আমি ফাইনালের সবছুটি রেখে দিয়েছি নিজের কাছে। বুট, টি শার্ট থেকে শুরু করে সবকিছু। ওখানে যা আছে সব ফেডারেশনের সম্পদ। তবে আমার নিজের স্মৃতিগুলো আমি মার্চে বার্সেলোনায় নিয়ে যেতে চাই।’

২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো জানেন না মেসি, ‘আমি এখনো বলতে পারছি না। তবে আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমি আগেই বলেছি পরের বিশ্বকাপে খেলাটা হবে খুব খুব কঠিন। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু নিজের শারীরিক অবস্থাও বুঝতে হবে আমাকে। আমি চাইব যেন এটা উপভোগ করি। তবে কাজটা খুব কঠিন। বয়স ৩৬ হয়ে যাবে আমার, ক্যারিয়ার কোথায় যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে।’ সবশেষে ধন্যবাদ দিয়েছেন ঈশ্বরকে, ‘আমি নিশ্চিত ছিলাম ঈশ্বর আমাকে একটা বিশ্বকাপ উপহার দেবেন। জানি না কেন, এটা নিয়ে ভেতরে ভেতরে একটা বিশ্বাস ছিল আমার। ঈশ্বরই ঠিক করেছেন আমার জন্য এই মুহূর্তটা আসবে।’