ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ড্র দিয়ে অভিষেক ফার্নান্দেজের

ড্র দিয়ে অভিষেক ফার্নান্দেজের

শুক্রবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। মৌসুমের এই সময়ে এসে এই ধরনের পারফরমেন্স ব্লুজদের আরো পিছিয়ে দিয়েছে। এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে চেলসি। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে ব্রাইটনকে হঠিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ফুলহ্যাম। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেনফিকা থেকে চেলসিতে এসে দলবদলের বাজারে ইতিহাস সৃষ্টি করা আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজের গতকাল শুক্রবার ব্লুজদের জার্সি গায়ে অভিষেক হয়েছে। কিন্তু তরুন এই স্ট্রাইকারও চেলসিকে কোন সুখবর এনে দিতে পারেননি। স্ট্যামফোর্ড ব্রিজে শুক্রবার এনজোর সাথে আক্রমনভাগে আরো ছিলেন আরেক নতুন চুক্তিভূক্ত স্ট্রাইকার মিখাইলো মাড্রিক। বদলী বেঞ্চ থেকে কাল চেলসির জার্সি গায়ে প্রিমিয়ার লিগে আরো অভিষেক হয়েছে ২০ বছর বয়সী তরুণ দুই এ্যাটাকার নোনি মাদুয়েকে ও ডেভিট ডাট্রো ফোফানার। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চেলসির রেকর্ড ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ অবশ্য মাঠের পারফরমেন্সে কোন সুফল বয়ে আনতে পারেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত