পিএসজিও মেসির জন্য খেলে!

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লাগল পিএসজির বরং উজ্জীবিত ফুটবলে এগিয়ে গেল তুলুজ। সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ক্রিস্তফ গালতিয়ের দল। চমৎকার দুটি গোল উপহার দিলেন আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। ঘরের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি প্রচেষ্টা পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। তারপরও এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লঁস। ২২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে তুলুজ। পেশির চোট থেকে এখনো সেরে ওঠতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকা ছিলেন না মোঁপেলিয়ের বিপক্ষে ৩-১ গোলে জেতা আগের ম্যাচেও। মঁপেলিয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন এমবাপ্পে ও সার্জিও রামোস। এমবাপ্পে তো মাঠের বাইরে চলে গেলেন তিন সপ্তাহের জন্য। কার্ড জঠিলতায় খেলা হয়নি ভেরাত্তির। চতুর্দশ মিনিটে পিএসজির চোটের তালিকা দীর্ঘ হয়। প্রতিপক্ষের চ্যালেঞ্জে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের, ‘দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলো মেসি। আমি দলকে বলেছি মেসির জন্য খেলতে ও তাকে ঘিরে কাজ করতে। তাকে অবশ্যই কিছু কাজ থেকে বিরত রাখতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে (মেসি) পাস খুঁজে পাবে।