ভারতকে ‘দুর্বল’ বললেন চ্যাপেল!

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ভারতীয় ক্রিকেট দলে তারকা ও কার্যকর খেলোয়াড়ের কোনো কমতি নেই। তারওপর নিজেদের মাঠে তারা তো বরাবরই শক্তিশালী। তবে আসছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন গ্রেগ চ্যাপেল। রিশাভ পান্ত ও জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতকে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে তার। তাই চার টেস্টের এই সিরিজে উত্তরসূরিদের জয়ের ভালো সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট ও ভারতের সাবেক কোচ চ্যাপেল। গাড়ি দুর্ঘটনায় আহত কিপার-ব্যাটসম্যান পান্ত লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় প্রথম দুই টেস্টের দলে নেই ভারতের পেস আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র বুমরাহ। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন চ্যাপেল সিডনি মর্নিং হেরাল্ডে নিজের লেখা কলামে তুলে ধরলেন পান্ত-বুমরাহর অনুপস্থিতিতে কতটা ভুগতে পারে ভারত, ‘অস্ট্রেলিয়া এই সিরিজ জিততে পারে। রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের কারণে অন্য সময়ের চেয়ে ভারত ঘরের মাঠে এবার বেশি দুর্বল। তারা বিরাট কোহলির ওপর অনেক বেশি নির্ভর করবে।’

হাঁটুর চোট কাটিয়ে গত মাসে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে মাঠে ফেরেন জাদেজা। আগামী বৃহস্পতিবার নাগপুরে শুরু হতে যাওয়া সিরিজের দলে আছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। ভারতের পিচে সবসময় স্পিনে সহায়তা মেলে বেশি। অস্ট্রেলিয়ার স্কোয়াডে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে আছেন অ্যাশটন অ্যাগার। অফ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গী হিসেবে অ্যাগারকে খেলানো উচিত বলে মনে করেন ৮৭ টেস্টে ৭ হাজার ১১০ রান করা চ্যাপেল, ‘পিচ থেকে স্পিনাররা সহায়তা পেতে পারে। আশা করি, অ্যাশটন অ্যাগার সুযোগ পাবে। ফিঙ্গার স্পিন সবসময়ই যথার্থ বলে মনে হয়। ভারত সফরে বিদেশি দলগুলো অনেক সময় বোকা বনে যায়। যে ম্যাচ দেখে মনে হতে পারে ফল হবে না, হঠাৎ সেই ম্যাচের গতি বদলে যায়। ভারতীয়রা এই ধরনের খেলায় অভ্যস্ত। মানসিকতা, ব্যাটিং ও বোলিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়াকে দ্রুত মানিয়ে নিতে হবে।’ সবশেষ ২০০৪ সালে ভারতের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর আরও চার দফায় ভারতে গিয়েছে তারা। সিরিজ জয় বহুদূর, এই চার সফরে মোট ১৪ টেস্ট খেলে তারা ম্যাচ জিততে পেরেছে মোটে একটি।