ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি’র ৫২তম আন্তঃহল অ্যাথলেটিকস্

ঢাবি’র ৫২তম আন্তঃহল অ্যাথলেটিকস্

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম আন্তঃহল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হয়েছে ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল। ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের মো. আবুল কাশেম ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিনা খাতুন এবং রানারআপ হয়েছেন জগন্নাথ হলের সুব্রত পাল ও শামসুন নাহার হলের শারমিন শিলা হ্যাপি। কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিনের এই প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কেএম গোলাম রব্বানী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত