ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের জন্য তামিমকে ‘ছাড়’ খুলনার

দেশের জন্য তামিমকে ‘ছাড়’ খুলনার

বিপিএলের গ্রুপ পর্ব থেকে তামিম ইকবাল, ইয়াসির রাব্বিদের খুলনা টাইগার্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বে এখনও দুই ম্যাচ বাকি দলটির। আজ ও শুক্রবারের ওই দুই ম্যাচে খেলবেন না টাইগার্সের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের সিরিজে আছে। ওই সিরিজে খেলা যাতে শঙ্কায় না পড়ে সেজন্য বিপিএলের শেষ দুই ম্যাচে বিশ্রাম পাচ্ছেন তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন, ‘কোমরের ইনজুরি আছে তামিমের। থাইল্যান্ডে গিয়ে চিকিৎসাও নিয়েছে সে। কিন্তু এখনও ব্যথা অনুভব করছে। আমাদের দলের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো কথা বলে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সামনে সিরিজ আছে। তাকে খেলালে আরও বড় ইনজুরি হতে পারে। ফ্র্যাঞ্জাইজির জন্য তামিমকে ছেড়ে দেয়া কঠিন সিদ্ধান্ত। কারণ, তারা খেলার জন্য তামিমকে অর্থ দিয়েছে। কিন্তু ক্লাবের আগে দেশ। সেজন্য তারা তামিমকে ছাড় দিচ্ছে। তবে খুলনার কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা থাকলে তামিমকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত তারা নাও নিতে পারতেন বলে উল্লেখ করেছেন সুজন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজের আগে দলের দায়িত্ব বুঝে নেবেন জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। সুজন মনে করেন, হাথুরুর অধীনে বাংলাদেশ ভালো কিছু করবে। এছাড়া শ্রীধরন শ্রীরামের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত