ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবিতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বশেমুরকৃবিতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে মার্চণ্ডপাস্ট, মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর বলেন, একটি সুস্থ, সবল ও সমৃদ্ধি জাতি গঠনে ক্রীড়া নৈপুণ্য ও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা চর্চার মাধ্যমে ছাত্রছাত্রী তথা যুবসমাজ মাদক ও হতাশামুক্ত সুস্থ ও সুন্দর জীবন গঠন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যাবসায় ও গবেষণায় সাফল্যের পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমেও সাফল্য অর্জন করা যায় এবং সুস্থ দেহে সুস্থ মন বসবাস করে থাকে। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মোট ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত