ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

মিশরীয় ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। মরক্কোয় অনুষ্ঠিত সেমিফাইনালে রিয়ালের হয়ে গোলগুলো করেছেন ভিনিসিয়াস জুনিয়র, ফেডে ভালভার্দে, রডরিগো ও সার্জিও আরিবাস। ভিনিসিয়াসের চিপে বিরতির ঠিক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে যান। বিরতির ঠিক পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৬৫ মিনিটে স্পট কিক থেকে আলি মালুল ১০ বারের আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। এসময় মাদ্রিদকে কিছুটা নার্ভাস দেখা গেছে। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে লুকা মড্রিচ ৮৭ মিনিটে পেনাল্টি মিস করায় অস্বস্তি দেখা দেয় মাদ্রিদ শিবিরে। স্ট্যান্ড থেকে তার চোখে লেজার মারা হয়েছে বলে দাবি উঠেছে। ক্রোয়েশিয়ান তারকার শটটি সহজেই রুখে দেন আল আহলির গোলরক্ষক মোহাম্মদ এল শেনাভি। যদিও শেষ পর্যন্ত মাদ্রিদকে আর হতাশ হতে হয়নি। স্টপেজ টাইমের দুই গোলে বড় জয় নিয়েই ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে রডরিগোর গোলে মাদ্রিদ ৩-১ গোলে এগিয়ে যায়। এরপর অষ্টম মিনিটে তরুন সার্জিও আরিবাস দলের বড় নিশ্চিত করেন।