ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা তাসকিনের

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে জয়ের অতীত আছে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে ২১টি ওয়ানডে ম্যাচে চারটি জয় আছে বাংলাদেশের। তবে নেই কোনো সিরিজ জয়ের রেকর্ড। এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে বাংলাদেশ-ইংল্যান্ড, দুই দলই এরই মধ্যে করেছে কোয়ালিফাই। আসন্ন ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশ উঠে যাবে ২ নম্বরে। এমন একটা সুযোগ যখন দিচ্ছে হাতছানি, তখন সেই সুযোগটা তো নিতেই চাইবে বাংলাদেশ দল। হোমে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ছাড়াও নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আছে বাংলাদেশ দলের।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারাতে পারলে সব দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের বৃত্ত পূরণ করবে বাংলাদেশ। তবে ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ডটা ভালো বলে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারানোর ব্যাপারে আশাবাদি তাসকিন-‘নিশ্চিতভাবেই সহজ হবে না। সব সংস্করণেই ওরা বড় দল, শক্তিশালী দল। এটাও বিশ্বাস আছে ঘরের মাটিতে আমরাও অন্যতম শক্তিশালী দল। সবমিলিয়ে চিন্তা করলে ওরা আমাদের থেকে এগিয়ে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘরের মাটিতে যেহেতু খেলা আশা তো করতেই পারি সিরিজ জয়ের। লড়াই হবে ইনশাআল্লাহ এবং আমরা সেরাটাই দেব।’

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে প্রতিটি জয়ে অবদান রেখেছে বাংলাদেশ দলের পেসাররা। বাংলাদেশ দলের পেস শক্তি এখন অনেক ভালো। এটাকে ইতিবাচক দিক বলছেন তাসকিন- ‘তখনকার পেসারদের চেয়ে এখনকার পেসররা ধারাবাহিক বেশি। এটাও একটা ইতিবাচক দিক। আশা করছি পেসাররাও খেলবে ইনশাআল্লাহ।’ ইনজুরি থেকে ফিট হয়ে ফিরতে রিহ্যাব শুরু করেছেন তাসকিন। দ্রুত ফিট হয়ে ফেরার ব্যাপারে আশাবাদি তিনি- ‘আমার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শুরু হয়েছে, সকালে (গতকাল) ট্রেনিং করে আসছি। বোর্ডের প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি। আশা করছি খুব দ্রুত শর্ট রান আপে বোলিং শুরু করব।’ ইংল্যান্ডের বিপক্ষে জয়ে অবদান রাখতে প্রত্যয়ী তাসকিন- ‘যদি জিততে পারি আর জয়ের পেছনে যদি আমার অবদান থাকে এটাই সবচেয়ে বড় পাওয়া। আসলে লজিক দিয়ে সব হয় না। আমি মনে করি নির্দিষ্ট দিনে যে ভালো ক্রিকেট খেলবে ওই জিতবে।’