৫০০ ছাড়ালেন রোনালদো

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

শীর্ষ লিগে পাঁচশ গোলের মাইলফক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা। নতুন দলের হয়ে প্রথম দুই ম্যাচে এক গোল। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে করেছিলেন কেবল একটি। ক্রিস্তিয়ানো রোনালদোর সামর্থ্যে বয়স ছোবল বসিয়েছে কি না, প্রশ্ন উঠতে শুরু করেছিল। কী দারুণভাবেই না জবাবটা দিলেন পর্তুগিজ মহাতারকা। লিগ পর্যায়ে পাঁচশ গোলের মাইলফলক স্পর্শ করার পথে এক ম্যাচেই করলেন চার গোল। সৌদি আরবের প্রো লিগে বৃহস্পতিবার রাতে আল ওয়েহদাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে আল নাস্সর। সবকটি গোলই করেছেন রোনালদো। স্পোর্টিং সিপির হয়ে পর্তুগালের শীর্ষ লিগে করেছিলেন তিন গোল। ক্যারিয়ারের সেরা সময় কাটানো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তার গোল ৩১১টি। দুই দফায় ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে করেন ১০৩ গোল। ইউভেন্তুসের হয়ে সেরি আয় ৮১ বার পান জালের দেখা।

৪৯৯ গোল নিয়ে আল-ওয়েহদার বিপক্ষে মাঠে নামেন রোনালদো। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে, ২১তম মিনিটে ভাসেন মাইলফলক ছোঁয়ার আনন্দে। ৪০তম মিনিটে আবার ঠিকানা খুঁজে পান তিনি। ৫৩তম মিনিটে সফল স্পট কিকে পূরণ করেন হ্যাটট্রিক, নতুন ক্লাবের হয়ে প্রথমবার। ৬১তম মিনিটে আবার জালের দেখা পান রোনালদো। ম্যাচের অন্তিম সময়ে পঞ্চম গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তবে একটুর জন্য পেরে ওঠেননি। ক্লাব ফুটবলে লিগে রোনালদোর মোট গোল হলো ৫০৩টি। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে এসেছে আল নাস্সর। গোল পার্থক্যে পিছিয়ে পড়েছে এক ম্যাচ বেশি খেলা আল শাবাব। গত মৌসুমে প্রথম বিভাগ থেকে উঠে আসা আল ওয়েহদা ১৬ দলের লিগে আছে ১৩ নম্বরে।