ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চালকের আসনে ভারত

চালকের আসনে ভারত

অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের হাফসেঞ্চুরিতে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ১৪৪ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। দিন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩২১ রান। জাদেজা ৬৬ ও অক্ষর ৫২ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিনে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়।

নাগপুরে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রোহিত শর্মা ও নাইটওয়াচ ম্যান রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগত ২৩ রানে আউট হন অশ্বিন। দ্রুত সাজঘরে ফেরেন চেতেশ্বর পুজারা (৭)। বিরাট কোহলি (১২) রানে আউট হলে চাপে পড়ে ভারত। হতাশ করেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন রোহিত। ক্যারিয়ারের নবম শতক তুলে নেন ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত ১২০ রানে অজি অধিনায়ক প্যাট কামিন্সের শিকার হন রোহিত। এরপর অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে লিড নিয়েছে ভারত। অভিষেক ম্যাচে ৫ উইকেট শিকার করেন অজি স্পিনার টড মারফি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত