ফিফা বর্ষসেরায় ফিরেছেন মেসি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়ার পর প্রথম মৌসুমে খুব ভালো কিছু দেখাতে পারেননি লিওনেল মেসি। প্রভাব পড়েছিল ফিফা বর্ষসেরা খেলোয়াড় অ্যাওয়ার্ডেন জন্য মনোনয়ন তালিকায়। তবে দুই বছর পর ফিরেছেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এ বছর মনোনীত হয়েছে বিশ্বকাপজয়ী মেসি ও দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। নারী বিভাগে মনোনীত হয়েছেন দুইবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ অ্যালেক্সিয়া পুটেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগান। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ঘোষণা করা হবে গত বছরের বর্ষসেরা কোচের নাম। ফিফার প্রতিটি সদস্য দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে সেরা মনোনীত হয়। ভক্তরাও ইন্টারনেট ভোটের মাধ্যমে সেরাদের বেছে নেয়ার অধিকার রাখেন।

পিএসজি সতীর্থ মেসি ও এমবাপ্পে গত বছর বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ২০২০ ও ২০২১ সালের ফিফা পুরস্কার বিজয়ী রবার্ট লেভানডভস্কির উত্তরসূরি হিসেবে এই দুজনের সাথে আরো আছেন রিয়াল মাদ্রিদ তারকা ফরোয়ার্ড বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করা বেনজেমা গত বছর ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেরতে পারেননি। গত বছর নারীদের ক্যাটাগরিতে স্প্যানিশ মিডফিল্ডার পুটেলাস বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। জুলাই থেকে খেলতে না পারলেও তিনি এই বিভাগে সেরাদের তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন। এদিকে আর্সেনালের স্ট্রাইকার বেথ মিড অক্টোবরে ব্যালন ডি’অর মনোনয়নে পুটেলাসের পরে দ্বিতীয় স্থান হয়েছিলেন। মিডও দীর্ঘমেয়াদি হাঁটুর ইনজুরিতে সাইডলাইনে রয়েছেন। সেরা কোচ ও সেরা পুরুষ ও নারী খেলোয়াড় ছাড়াও সেরা গোলরক্ষক ও সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড ট্রফি দেয়া হবে।

ফিফা ২০২২ বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। স্কালোনির অধীনে লিওনেল মেসির উজ্জীবিত আর্জেন্টিনা দুর্দান্ত দাপটের সাথেই কাতারে বিশ্বকাপ শিরোপা জয় করে। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগার শিরোপা পাইয়ে দিতে কার্লো আনচেলত্তি অবদান ছিল সর্বাগ্রে।

নারী বিভাগে বর্ষসেরা কোচের তালিকায় জায়গা করে নিয়েছেন লিঁওর চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী কোচ সোনিয়া বোমপাস্তোর, ব্রাজিলের পিয়া সানডাগে ও ইংল্যান্ডের ইউরো ২০২২ বিজয়ী সারিনা ওয়েইগম্যান। ২০২১ সালে সেরা মনোনীত হয়েছিলেন চেলসির থমাস টাচেল ও চেলসির নারী কোচ এমা হায়েস।