রিয়াল ছেড়ে ব্রাজিলে আনচেলত্তি!

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

সেটি যেন আর দীর্ঘ না হয় সেই ব্যবস্থাই যেন করছে ব্রাজিল ফেডারেশন। কার্লোস দুঙ্গা, স্কলারি, তিতেদের দিয়ে যা হয়নি তাই করার জন্য এবার ব্রাজিল শরণাপন্ন হচ্ছে কার্লো আনচেলত্তির। নিজেদের দেশের মানুষ ছাড়া বাইরের কাউকে কোচ বানানোর রীতি নেই ব্রাজিল জাতীয় দলে। তবে এইবার মনে হয় সেই ধারা ভেঙ্গে যাচ্ছে। কার্লো আনচেলত্তির সঙ্গে সব চুক্তি সেরে নিয়েছে ব্রাজিল ফেডারেশন বলে খবর!

২০০২ বিশ্বকাপ জেতার পর পাঁচ বিশ্বকাপে মাত্র একবারই সেমিফাইনাল খেলতে পেরেছে জোগো বনিতোর ধারক এবং বাহকেরা। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিলের জন্য যা চরম ব্যর্থতার শামিল। তার ওপর কাতারে সর্বশেষ বিশ্বকাপ জিতে নিয়েছে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, আলবিসেলেস্তেরা শেষ তিন বিশ্বকাপের দুটিতেই খেলেছে ফাইনাল। যেখানেই সেমিফাইনালই ব্রাজিল খেলেছে মাত্র একবার।