চ্যাম্পিয়নদের থামাতে পারছে না কেউ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অপ্রতিরোধ্য গতিতে ছুটছে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, একের পর এক জয় তুলে নিচ্ছে। তাতে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্কার ব্রুজনের দল। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় গতকাল ‘বসুন্ধরা ডার্বি’তে একই ঘরানার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়েছে ৩-০ গোলে। প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ, অন্যটি আসরর গফুরোভের। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে কিংস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ভেনেজুয়েলার এদুয়ার্দ মরিওর একমাত্র গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে পুলিশ এফসি। স্বস্তির জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। আরেক ম্যাচে চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এনামুল ইসলামের গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে তারা। আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে পুরান ঢাকার দলটি।

উজ্জীবিত ফুটবল খেললেও কিন্তু গোলমুখে কার্যকারী হতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উল্টো পিছিয়ে পড়া দলকে অপ্রত্যাশিত এক ভুলে আরও বিপদে ফেলেন ডিফেন্ডার রায়হান হাসান। চড়া মাশুলও গুনতে হলো শেখ জামালকে। ফলে কম সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগিয়ে লিগে নবম জয় তুলে নেয় কংস। মাঠে শুরু থেকে গোছালো ফুটবলের পসরা মেলে শেখ জামাল। স্টুয়ার্ট কর্নেলিয়াস, সুলাইমান সিল্লাহরা চাপ দিতে থাকেন কিংসের রক্ষণে। ষোড়শ মিনিটে কৌশিক