বিএসজেএ অ্যাওয়ার্ড নাইট

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০১৩ থেকে ২০২২ গত ১০ বছরে বাংলাদেশের খেলাধুলায় অবদান রাখা ক্রীড়াবিদরা হলেন পুরস্কৃত, পেলেন সম্মাননা। পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসেছিল তারার মেলা। সেখানে পুরস্কৃত হন বিভিন্ন খেলার ৪৬ ক্রীড়াবিদ। পুরস্কার ওঠে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন দাস, সাবিনা খাতুন, মামুনুল ইসলাম, তপু বর্মণ, রোমান সানা, দিয়া সিদ্দিকাদের হাতে। ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত পারফর্ম্যান্সের বিচারে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার বিএসজেএ স্পোর্টস পারসন অব দ্য ইয়ার, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত এটি ধারাবাহিকভাবে পেয়েছেন গলফার সিদ্দিকুর রহমান (২০১৩), শ্যুটার আব্দুল্লাহেল বাকি (২০১৪), ক্রিকেটার মোস্তাফিজুর রহমান (২০১৫), সাঁতারু মাহফুজা খাতুন শিলা (২০১৬), ক্রিকেটার সাকিব আল হাসান (২০১৭), ক্রিকেটার মুশফিকুর রহিম (২০১৮), আর্চার রোমান সানা (২০১৯), আর্চার দিয়া সিদ্দিকী (২০২১) ও ক্রিকেটার লিটন দাস (২০২২)।