ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিএসজির ড্রেসিংরুমে দ্বন্দ্ব!

পিএসজির ড্রেসিংরুমে দ্বন্দ্ব!

অলিম্পিক মার্সেইর বিপক্ষে কাপ দে ফ্রান্সের ম্যাচে হেরেছে পিএসজি। বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। ওই ম্যাচে একাদশে ছিলেন মেসি-নেইমার। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ওই ম্যাচে ছিলেন না মেসি ও এমবাপ্পে। হারের পর পিএসজি ড্রেসিংরুমে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে দাবি করেছে ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুইয়ে। গণমাধ্যমটির মতে, পিএসজির বেশ কিছু খেলোয়াড়ের সঙ্গে তর্ক হয়েছে দলটির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পেসের সঙ্গে। তিনি নাকি ড্রেসিংরুমে নেইমারসহ দলের খেলোয়াড়দের সমালোচনা করেছেন। খেলোয়াড়দের আগ্রাসন নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনার শিকার হয়ে পিএসজির অধিনায়ক মার্কুইনোস ও ফরোয়ার্ড নেইমার ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মোনাকের বিপক্ষে পিএসজির হারের কারণ আগ্রাসন নয়, অন্য কিছু বলেও দাবি করা হয়েছে। আগামীকাল রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ খেলবে পিএসজি। মেসি-এমবাপ্পেকে ছাড়া অ্যাওয়ে ওই ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সমঝোতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির সহ-অধিনায়ক প্রিন্সেল কিম্পেম্বে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত